কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের ৭ দফা দাবি মানা না হলে আরও ৯ দিনের ক্লাস বর্জনের আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বুধবার (১৩ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, আগামী ১৮ ই মার্চের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। অন্যথায়, ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত শিক্ষকরা পুনরায় শ্রেণী কার্যক্রম থেকে বিরত থাকবেন বলা হয়। এছাড়া, ২৭ মার্চের মধ্যে যদি দাবিসমূহ পূরণ না হয়, তাহলে শিক্ষক সমিতি পরবর্তীতে সাধারণ সভা আহ্বান করে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে আল্টিমেটাম দেয়া হয়।
শিক্ষকদের সাত দফা দাবি সমূহ হলো—উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্ত করন, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করন, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৯ শে ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যার সমাধান ও সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র উপাচার্য-শিক্ষক এবং কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরী হয়। সে ঘটনায় শিক্ষকদের ওপর কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থী কর্তৃক হামলার অভিযোগ এনে বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষক সমিতি। এরপর শহিদ মিনারে মৌন মানববন্ধন, ক্লাসে নিরবতা কর্মসূচি এবং সবশেষ ১৩ ও ১৪ মার্চ ক্লাস বর্জনের ডাক দেয় শিক্ষক সমিতি।