1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির ঝাঁজ কমেনি, বিপাকে ক্রেতারা - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা আটক চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শেখ হাসিনা ও কামালকে ফাঁসি, সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা–ছেলেকে ছুরিকাঘাতে হত্যা বাঘের হাত থেকে বাঁচার জন্য যেমন একজন ব্যক্তি চেষ্টা করে ঠিক সেরকম শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করতে হবে-এটিএম মাসুম বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির ঝাঁজ কমেনি, বিপাকে ক্রেতারা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শীতের ভরা মৌসুমেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এতে সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ বাজার ঘুরে এমনি চিএ দেখা গেছে।
সরেজমিনে নগরীর বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, ঢ়েড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৭০ টাকা, গাজর ৬০ টাকা, শিম ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৭০ ও বাঁধাকপি ৬০ টাকা ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, মুলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ ১৪০-১৫০ টাকা। নতুন আলু ৭০-৮০ টাকা, পুরাতন আলু ৬০-৭০ টাকা, রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এক কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ব্রিগেড মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। সরপুঁটি ২০০ টাকা, চাষের কই ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০টাকা, চিংড়ি ৭০০ টাকা, কাতল ৩০০ টাকা, বোয়াল ৭০০টাকা, কোরাল ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে ব্রয়লার কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ এবং পাতি হাঁস প্রতি পিস ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস কুমিল্লার বিভিন্ন বাজারে ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। আর খাসির মাংস মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি পর্যন্ত।
চকবাজারের এক ক্রেতা বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি থাকার পরও ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত বাজারে স্বস্তি ফিরেবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD