1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ার প্রধান সড়ক: এই ভোগান্তির শেষ কোথায় - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

ব্রাহ্মণপাড়ার প্রধান সড়ক: এই ভোগান্তির শেষ কোথায়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলামুখী সড়কে সংস্কারের অভাবে পিচ ঢালাই উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হয়ে আছে । এ সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে খানাখন্দের। এতে পথচারীসহ যানবাহনের যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ ।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,উপজেলার সদর বাজার থেকে উপজেলা পরিষদ হয়ে সাবরেজিস্টার অফিস ও দীর্ঘভূমি পর্যন্ত সড়কের বেহাল দশা। অধিকাংশ জায়গা খানাখন্দে ভরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে সড়কে। ফলে এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। খানাখন্দের পাশাপাশি এ সড়কের ছোট-বড় গর্তের কারণে হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভাঙাচোরা এ সড়ক সার্বক্ষণিক কাদা পানিতে পরিণত হচ্ছে। এতে করে পিচ ঢালাই উঠে বিভিন্ন জায়গায় নতুন করে আরও গর্তের সৃষ্টি হচ্ছে। এই সড়ক দিয়েই প্রতিদিন ইউএনও অফিস, উপজেলা পরিষদ, প্রকৌশলী, উপজেলা প্রশাসনের অন্যসব অফিসে অসংখ্য মানুষ যাতায়াত করে। স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। প্রসূতি মাসহ অসুস্থ রোগীদেরও এই সড়ক দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। দীর্ঘদিন ধরে খানাখন্দের মধ্যেই চলাচল করার কারণে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় লোকজন ও এ সড়কে যাতায়াত করা জনসাধারণের মধ্যে। ভারি বৃষ্টি হলে এই ভাঙা স্থানগুলোতে জলাবদ্ধতায় দুর্ভোগ আরও বেড়ে যায় বলেও অভিযোগ স্থানীয়দের।
এ সড়কের কয়েকজন সিএনজি ও অটোরিকশা চালকের সাথে কথা হলে তারা বলেন, এই পথে চলতে গিয়ে আমাদের মাঝে মাঝে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। যানবাহন প্রায়দিনই বিকল হয়ে যায়।ফলে গোটা দিনের রোজগারই চলে যায় তা মেরামত করতে। খুব ধীরে ধীরে গাড়ি চালাতে গিয়ে সময়েরও অপচয় হয়।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, রোকেয়া বেগম ও তাজুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে যেতে হলে যেন যুদ্ধ করতে হয়। কোনো গাড়িতে চড়ে যেতেও দুর্ঘটনার ভয় লাগে। আবার কাদাপানির মধ্য দিয়ে হাঁটাও বিড়ম্বনার। খুব বিপদে আছি আমরা। উপজেলার প্রধান সড়ক হওয়ায় বাধ্য হয়েই প্রতিনিয়ত আমাদের চলাচল করতে হচ্ছে, কিন্তু এই রাস্তায় চলাচল করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি। মাঝে মাঝে ছোট-বড় দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে আমাদের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিও জানান তিনি।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার জানান, ব্রাহ্মণপাড়া সদর বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে দীর্ঘভূমি পর্যন্ত সড়কটির বেহাল দশা। সড়কটি সংস্কার চেয়ে ২ কোটি ৩৫ লক্ষ টাকার একটি ইস্টিমেট করে প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো হয়েছিল। এটি অনুমোদিত হয়নি। পরে সড়কটির বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম ও আমি একটি জরুরি বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে হেরিং বোন বন্ড ইটের সোলিং করা হবে। পরে ৭৫০ মিটার আটসিসি করার জন্য মাননীয় এমপি মহোদয় ও স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের ডিও লেটার নিয়ে পুনরায় প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির ব্রাহ্মণপাড়া উপব্জেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম এ প্রতিনিধিকে বলেন, উপজেলা সদরের এ সড়কটির বিষয়ে দু’বার ইস্টিমেট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, সড়কটি সংস্কারের বিষয়টি অনুমোদিত হয়নি। বর্তমানে চলাচলের উপযোগী করার লক্ষ্যে হেরিং বোন বন্ড ইটের সোলিং করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে সড়কটি স্থায়ী সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবারও পাঠাবো। আশা করছি রাস্তাটি সংস্কারের অনুমোদন পাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD