1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার অটোরিকশা চালক ১৫ লাখ টাকা ফেরত দিলেন মালিককে চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন; ঘাতক রিফাত আটক নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিক্টোরিয়া সরকারি কলেজ অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বরেণ্য রাজনীতিবিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সদস্য মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের কবরস্থানে দোয়া ও জিয়ারত করা হয়।

এতে সভাপতিত্ব করেন মরহুমের ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছৈয়দ আব্দুল কাফী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা পিপি এডভোকেট ছিদ্দিকুর রহমান, এডভোকেট গোলাম ফারুক, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার,বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক,খোরশেদ আলম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্বরণ, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম মজুমদার, অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মনির হোসেন চৌধুরী, সাবেক সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া,আতিকুর রহমান রিয়াদ ও সাবেক চেয়ারম্যান কাশেদুল আলম ভূঁইয়া বাবু, মরহুমের ছেলে জেলা ক্রিকেট কমিটির সদস্য আবু ছায়েব বাপ্পী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি,ব্যরিষ্টার অরুপ , দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম, দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস ছোবহান খন্দকার সেলিম,সদস্য জাহিদুর হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আজিম,আওয়ামী লীগের নেতা কাজী খলিলুর রহমান, কামরুল ইসলাম এডিসন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার রাসেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহীন খান মেম্বার, যুবলীগ নেতা হাজী ইস্রাফিল ভূইয়া,যুবলীগ নেতা আবু মোছা মোল্লা, ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, নাজমুল হাছান শরীফ, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ সুমন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিনসহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন বারীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শামসুদ্দৌহা বারী পীর কেবলা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD