1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
হয়রানির অভিযোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির

হয়রানির অভিযোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লার দেবিদ্বারে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও একশতক জমি কিনে দুই শতক জোড় করে দখলসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আনোয়ার হোসেন নামের একজনের বিরুদ্ধে। রবিবার ( ২৩ জুলাই) দুপুরে সুবিচার পাওয়ার আশায় ওই এলাকার শত শত নারী পুরুষ মানব বন্ধন, বিক্ষোভ মিছিল করে আনোয়ারের বিচার দাবী করেন।

গ্রামবাসী ওই এলাকার ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, কুমিল্লার দেবীদ্বার থানার ধামতী ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মনিরুল হকের ছেলে আনোয়ার হোসেন এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, একশতক জায়গা ক্রয় করলে প্রভাব দেকিয়ে পাশের ভূমি দখলসহ বিভিন্ন উপায়ে তার লোকজন দিয়ে এলাকায় সন্ত্রাসী করে আসছে।
জানা যায় আনোয়ারের বিষয় নিয়ে সিরাজুল ইসলাম   এলাকায় একটি সালিশ ডাকেন। সালিশে স্থানীয় সর্দার উপস্থিত ছিলেন। এক পর্যায়ে আনোয়ার হোসেন এবং তার ছেলে অপুর ছুড়ির আঘাতে সিরাজুল ইসলামের ছেলে সজিব ও সাকিব গুরুতর আহত হয়। সিরাজুল ইসলাম বলেন,আমার দুই ছেলেকে মাথায়,হাতে এবং পায়ে ছুরি দিয়ে আঘাত করে জখম করেছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং ১২ টা সেলাই লেগেছে।
আনোয়ারের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। আহতের পরিবার মানব বন্ধন করলে এলাকার সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে আনোয়ারের বিচার দাবি করেন ।
ওই এলাকার সেনাবাহিনীর অবসর প্রাপ্ত চিকিৎসক এবং সর্দার মো. গিয়াস উদ্দিন জানান,আনোয়ার সুদের ব্যাবসা করে এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এলাকার বিভিন্ন লোকজনের হামলা চালায় মারধর করে। ভয়ে তার বিরুদ্ধে
ধামতী ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কোন মানুষ মুখ খুলতে চায়না।
সাফিয়া নামের ওই এলাকার একজন জানান, আমাদের গ্রামে এক আতংকের নাম আনোয়ার। সে টাকার গরমে এলাকায় যা ইচ্ছা তা করে। মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে।
ধামতী ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের
৯ নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন মোবাইলে জানান, আনোয়ার সম্পর্কে আমি কোন বক্তব্য দিব না।
তেবাড়িয়া গ্রামের চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুকে তার মুখোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
বরিবার (২৩ জুলাই) এবিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর বলেন এবিষয়ে ১০ জুলাই থানায় একটি অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান,এবিষয়ে আমি কোন কথা বলতে রাজি নই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD