শফিউল আলম রাজীব :
ছয় বন্ধু মিলে কুমিল্লার দেবীদ্বার থেকে ফেনী পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে বন্ধুদের সাথে দেখা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু বাড়ি ফিরলেন লাশ হয়ে। রোববার বিকেলে নিহতদের মরদেহ বাড়িতে আনার পর স্বজনদের মাঝে হৃদয়বিদারক শোকের মাতম চলছে।
ঘটনাটি ঘটে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক মোড় এলাকায়। বন্ধুদের সাাথে দেখা করে ২টি মোটরসাইকেলে ৩ জন করে ৬ বন্ধু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পেছনে থাকা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত বন্ধুকে আশংকাজনক অবস্থায় ফেনী থেকে এনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।
নিহতরা হলেন, দেবীদ্বার উপজেলার বনকোট গ্রামের রহমান মাস্টরের বাড়ির আবুল হোসেনের পুত্র তরিকুল ইসলাম তারেক(২২) এবং অপর নিহত সজিব(২২) একই বাড়ির আব্দুল আউয়ালের পুত্র। তারিকুল ইসলাম তারেক এসএসি পরিক্ষা দিয়েছে এবং সজিব জাফরগঞ্জ মীর আব্দুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্র ছিলো। একই বাড়ির আব্দুল করিমের ছেলে মোবারক হোসেন বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ ভর্তী করিয়েছে।
দূর্ঘটনায় নিহত তারেকের বড় ভাই এমদাদুল হক সুমন জানায়, শনিবার রাতে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের ভাড়া বাসা থেকে, তারেক, সজীব ও বাবু ঘুরতে বের হয়। কুমিল্লা কাপ্তান বাজার থেকে যুক্ত হয় নাজমুল হুদা তানিম, পারভেজ আহমেদ ও মো. মাহিন। তারা ফেনী পলিটেকনিক্যালের ছাত্র এদের এক বন্ধুর আমন্ত্রণে বেড়াতে গিয়েছিল।
সামনে থাকা অপর মোটর সাইকেল আরোহী নাজমুল, পারভেজ ও মাহিন জানায়, আমরা সামনে ছিলাম, চৌদ্দগ্রাম আসার পর পুলিশ আমাদের মোবাইল ফোনে দূর্ঘটনার খবর জানান।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ওই তরুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে আছে।