1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন, ২০১০ সালে জামিনে যেয়ে আত্মগোপন করা আসামী পুনরায় আটক - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী ফ্রন্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ, হতাহত ২০ কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন, ২০১০ সালে জামিনে যেয়ে আত্মগোপন করা আসামী পুনরায় আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা সহকারে ০৩ জনকে আটক করে পুলিশ।

পুলিশ সুপারের মাদক প্রতিরোধী কর্মসূচির প্রতিনিয়ত চলমান অভিযানে গতকাল ২৯/০৪/২০২৩ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় লামপুর রাস্তার মাথায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমান, এএসআই শামীম, এএসআই অপু আসামী শাহ আলম (৪৫), পিতা- মৃত আবিদ আলী, সাং- কৃষ্ণ নগর এবং আসামী মনির হোসেন (৩৪), পিতা- হোসোন আলী, সাং – শুভপুর, উভয় থানা- সদর দক্ষিণ, কুমিল্লাদেরকে আটক করে তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তায় মোট ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করেন। তাদের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজকে আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে বিকাল ০৫ ঘটিকায় লালবাগ রাস্তার মুখে কাঁধে স্কুল ব্যাগ সহ সন্দেহভাজন এক যুবককে আটক করে এসআই উত্তম সরকার ও এএসআই লিমন তল্লাশি করলে তার ব্যাগে ০৬ কেজি গাঁজা পেয়ে উদ্ধার করে। তার নাম ইব্রাহিম (২৬), পিতা- হাবিব আলী, সাং- নামিশে পাড়া, থানা- তালতলী, জেলা- বরগুনা। তার বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে আজকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এছাড়া ২০১০ সালে ফেন্সিডিল সহ গ্রেফতার হওয়ার মাস খানেক পরে জামিনে গিয়ে আত্মগোপনে চলে যায় নাছির(৩৮), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং – সুবর্ণপুর, থানা- সদর দক্ষিণ, কুমিল্লা। দীর্ঘ ১৩ বছর এলাকা ছাড়া নাছির ঈদের সময় এসেছিল নিজ বাড়িতে। কিন্তু পারলো না নিজেকে লুকিয়ে রাখতে। পুলিশ খবর পেয়ে গতকাল রাত্রে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এএসআই তুহিন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্য সহ অভিযান চালিয়ে ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত এই অপরাধীকে গ্রেফতারে সফল হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD