শফিউল আলম রাজীব, দেবীদ্বার :
কুমিল্লা দেবীদ্বারে কলেজ রোডস্থ ডা. কালাচাঁন সুপার মার্কেটের বিপরীত পার্শের একটি ভবনের দ্বিতীয় তলায় সায়মা টেইলার্স নামক একটি দোকানে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আগুন দেখে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নীকান্ডের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধরসহ একদল পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং সার্বিক সহযোগিতা করেন।
এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার নুরুল হুদা জানান, দেবীদ্বারে অগ্নীকান্ডের খবরে আমরা টিম নিয়ে সেখানে পৌছে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। টেইলার্সের দোকানটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নীকান্ড ঘটছে বলেই প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে।