শফিউল আলম রাজীব,দেবীদ্বার
দেবীদ্বার সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম’র সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক নতুন কুমিল্লার সম্পাদক বুলবুল মাষ্টার, এসএটিভি দেবীদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজীব, মাইটিভি প্রতিনিধি মোঃ সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহম্মেদ হোসাইন, দৈনিক করতোয়া প্রতিনিধি মামুনুর রশীদ, ওমর ফারুক, খোলা কাগজ প্রতিনিধি আল আমিন কিবরিয়া, আমার বার্তা প্রতিনিধি ইসহাক হাসান, মির্জা সাগর প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৩ এপ্রিল দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং বিসিডিজেসি’র সহযোগীতায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব চত্তরে আয়োজিত “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিক নির্যাতন বিরোধী সেমিনার” পন্ড করে দিয়েছিল কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নির্দেশে তারই সশস্ত্র সন্ত্রাসী ক্যাডার বাহিনী। ঐদিন সন্ত্রাসীরা সেমিনারে হামলা চালিয়ে মাইক, মাইক্রোফোন, চেয়ার টেবিল ভাংচুর এবং লুটপাটেই সীমাবদ্ধ ছিলনা। ৭ সম্পাদক, সাংবাদিক নেতা এবং শতাধিক সাংবাদিকসহ উপস্থিত সূধীদের লাঞ্ছিত করে হুমকীর মুখে সভাস্থল থেকে বের করে দেয়। তার পর ২০০৭ সাল থেকে দেবীদ্বারের সাংবাদিকরা ১৩ এপ্রিল’কে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।