1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড - Dainik Cumilla
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষক আহত: কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে দীর্ঘ যানজট, সেনা হস্তক্ষেপে স্বাভাবিক কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন ও কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড জীবন দিয়ে হলেও দলের সম্মান বজায় রাখবো : কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লার চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন, শোকে স্তব্ধ ২ গ্রাম অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত

বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কম‌প্লেক্স থে‌কে বের হয়ে যেতে বলায় ওই দালাল স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে তা‌কে ওই শা‌স্তি প্রদান করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভা‌গি‌য়ে নি‌য়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিল। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগে দালালি করতে দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহিবুস সালাম খান আক্তার হোসেন‌কে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার তার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় দালালকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ঘটনার বিষয়ে ডা. মহিবুস সালাম খান বলেন, “জরুরি বিভাগে দালাল দেখতে পেয়ে আমি তাকে বের হতে বলি। কিন্তু সে না গিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আমাকে আক্রমণ করে। এতে আমার গায়ের শার্ট ছিঁড়ে যায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অপরাধে আক্তার হোসেনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD