1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল - Dainik Cumilla
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ  কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান চৌদ্দগ্রামে কানাইল খাল খনন ও বৃক্ষরোপনের ফলে সুবিধা পাবে স্থানীয় হাজার হাজার কৃষক দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা: কুমিল্লায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার ভণ্ড কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর

দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. দুলাল মিয়ার পিতা আব্দুস ছাত্তার (৬৫) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ঘোমকোট গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এদিকে মো. দুলাল মিয়ার পিতা আব্দুস ছাত্তার এর মৃত্যুতে নাঙ্গলকোটের সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার সকালে মৌকরা ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাঙ্গলকোট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সহ মরহুমের আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD