1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় টার্মিনালের বাইরে যাত্রী উঠালেই ব্যবস্থা : কুমিল্লার পুলিশ সুপার - Dainik Cumilla
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা লাকসাম তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মুরাদনগরে বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক

কুমিল্লায় টার্মিনালের বাইরে যাত্রী উঠালেই ব্যবস্থা : কুমিল্লার পুলিশ সুপার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, কুমিল্লা শহরে তিনটি বড় বাস টর্মিনাল চকবাজার,শাসনগাছা ও জাঙ্গালিয়া বাসটার্মিনাল থেকে বাস গেইটলক অবস্থায় যাত্রী নিয়ে রাস্তায় বের হবে। কেউ রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী উঠানাম করাতে পারবে না। এই নির্দেশনা কেউ অমান্য করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা পরিবহন ও সড়কের সাথে সংশ্লিষ্ট নেতবৃন্দের সাথে কুমিল্লার সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কথা বলেছি – তারা পুলিশের সাথে সমন্বিত ভাবে কাজ করার কথা দিয়েছেন।
তিনি আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, কেউ ফিটনেসবিহীন গাড়ী বা লাইসেন্সবিহীন চালক দিয়ে যানবাহস মহাসড়কে সড়কে নামাতে পারবে না। কুমিল্লার সিএনজি মালিক- শ্রমিকদের সাথে কথা হয়েছে- তারা কোথাও যত্রতত্রভাবে কোথাও সিএনজি বা থ্রিহুইলার পার্কিং করবে না। নির্ধারিত জায়গা থেকেই সুনির্দিষ্ট ভাবে এসব যানবাহন চলাচল করবে। হাইওয়েতে উল্টাপথে থ্রি হুইলার বা অন্য কোন যানবাহন চলাচল করবে না। যদি এমন অবস্থায় কাউকে পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অজ্ঞান পার্টি-মলম পার্টির খপ্পর থেকে যাত্রীদের বাঁচাতে পরিবহন মালিকরাই প্রতিটি স্টপেজে পর্যাপ্ত পরিমানে সচেতনতামূলক মাইকিং এর ব্যবস্থা রাখবে। কেউ যেন অপরিচিতদের দেয়া কোন খাবার না নেয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। শুধু কুমিল্লার চকবাজার, শাসনগাছা ও জাঙ্গালিয়া বাসটার্মিনাল নয়- কোম্পানিগঞ্জ, গৌরীপুর, ময়নামতির মত বড় বড় স্টপেজগুলোতেও এই মাইকিং অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আরো বলেন, হাইওয়ে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। ঈদ উপলক্ষ্যে সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে যতজন পুলিশ সদস্য প্রয়োজন হয় আমরা মোতায়েন করবো। কেউ যেন ভোগান্তিতে না পড়ে সে দিকে আমরা লক্ষ্য রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) রাজন কুমার দাশ, কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম, কুমিল্লা জিলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মোঃ তাজুল ইসলাম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হক টিপুসহ বিভিন্ন জোনের ট্রাফিস ইন্সপেক্টর, অন্যান্য পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD