মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল ৮ অক্টোবর (বুধবার) দুপুরে
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
র্যালিটি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় সভাপতির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, প্রতিটি কন্যা শিশু জন্ম নেয় প্রতিভা নিয়ে। বেঁচে থাকে একটি স্বপ্ন নিয়ে। এই স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। এ সময় তিনি আরো বলেন, প্রতিটি কন্যা শিশু শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে এদেশের প্রতিটি কর্ম ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছে এবং আগামী দিনও রাখবে। তাই কন্যা শিশু মানে বোঝা নয় তারা এ দেশের সম্পদ।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, শিক্ষা অফিসার হালিমা পারভিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, আব্দুল হালীমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।