1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বাগত মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সদর দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান। কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

স্বাগত মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা:

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির:

সু-স্বাগতম বরকতময় আলোকিত মাস রবিউল আউয়াল। সমগ্র মুসলিম উম্মাহর জন্য এ মাসটি হৃদয়ের স্পন্দন। আবেগ-অনুভূতির সেরা মাস। এ মাসেই ধূলির ধরাতে আগমন করেন সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যার কারণে মুসলিম উম্মাহর কাছে এ মাস সীমাহীন আনন্দের মাস, আবার এ মাসেই তিনি দুনিয়ার জীবন থেকে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যে পাড়ি জমান।

মুসলিম জাতির নিকট এ মাসটি সীমাহীন আনন্দের এবং দুঃখেরও মাস। যার ফলে মুসলমানরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দিবস ও ওফাত দিবসে তাঁর ভালোবাসার চেতনাবোধে নিজেদেরকে উজ্জীবিত করে। রাসুলপ্রেমে হয়ে ওঠেন আত্মহারা, পাগলপারা। তাঁকে জানায় লক্ষ কোটি দরূদ,সালাম।

এ মাসে প্রত্যেক মুসলমান যতটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে উজ্জীবিত হয়। অন্য কোনো মাসে তা এত অধিকভাবে পরিলক্ষিত হয় না। মানুষ যদি এ মাসটিকে শিক্ষা হিসেবে নিয়ে কোরআন- সুন্নাহ আলোকে তাঁর ভালোবাসার আবেগকে পরিপূর্ণভাবে কাজে বাস্তবায়ন করে, তবে এ সমাজ হবে সোনালী সমাজ। কেননা আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, ‘হে রাসুল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩১)। কোরআনের এ আয়াতের শিক্ষায় উম্মাতে মুসলিমা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ও ওফাতের মাসে তাঁর অনুসরণ ও অনুকরণের মাধ্যমে তাঁর প্রেমের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটিয়ে ঈমানের প্রকৃত হক আদায়ে স্বচেষ্ট হবে। তখনই কেবল এ সব অনুষ্ঠানের হক আদায় হবে।

রবিউল আউয়াল মাসে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিলাদ-মাহফিল , জশনে জুলুছ ও দোয়ার মাধ্যমে স্মরণ করি। আর মাস চলে গেলে ভুলে যাই। এমনটি এ মাসের দাবি নয়। তাইতো কবি নজরুল ইসলাম যথার্থই বলেছেন, ‘রবিউল আউয়াল এলে তোমারই গান গাই; রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই’।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় মিলাদ, কিয়াম, জশনে-জুলুশসহ সর্বপ্রকার অনুষ্ঠানে কোনো বাঁধা নেই। তবে শুধুমাত্র অনুষ্ঠানসর্বস্ব রবিউল আউয়াল আমরা যতই উদযাপন করি, প্রাপ্তির খাতায় শূন্যতা থেকেই যাবে, যদি না আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য না করি।

রাসুলপ্রেম বা ভালোবাসা তখনই পরিপূর্ণতা লাভ করবে, যখন তাঁর ওপর নাজিলকৃত কোরআন ও তাঁর রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক মানুষ জীবন-যাপন করবে।পরিশেষে…রবিউল আউয়াল মাসকে স্বাগতম জানাই। মুবারকবাদ জানাই। নিরলস কাজের কামনা করি এ মাসের মর্যাদাকে সমুন্নত করতে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণে শুধুমাত্র অনুষ্ঠান উদযাপনে সীমাবদ্ধ না থেকে, বরং প্রতিটি মানুষের বাস্তব জীবনকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের রঙে রাঙিয়ে তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেদেরকে তৈরি করাই হোক এ মাস উদযাপনের দাবি। আল্লাহ তায়ালা সমগ্র মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের মাধ্যমে প্রকৃত রাসুল প্রেমিক ও আল্লাহ ওয়ালা হওয়ার তাওফিক দান করুন এবং সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত মুসলিম উম্মাহর মুক্তি ও শান্তি কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিন, মিয়ানমার,ভারত সহ সমগ্র মুসলিম ভাই-বোনদের ধৈর্য ও মুক্তি হোক, এবারকার রবিউল আউয়াল মাসের চাওয়া। দেশবাসীকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভেচ্ছা জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD