নিজস্ব প্রতিবেদক:
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে লাকসামে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৬ সালের হালনাগাদ পর্যন্ত নাগরিকদের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সাল হতে ২০২৫ সালের হালনাগাদ পর্যন্ত কোন নাগরিকের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি।
তিনি জানান, কার্ড সংগ্রহের সময়ে পূর্বের লেমিনেটেড কার্ড অথবা ফটোকপি নিয়ে এসে ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও স্বাক্ষর দিয়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। মৃত, প্রবাসী ও অনুপস্থিত নাগরিকদের স্মার্ট কার্ড কোনভাবেই পরিবারের সদস্য বা অন্য কেউ নিতে পারবে না। মাঠ পর্যায়ে কার্ড বিতরণকালে উপজেলা নির্বাচন অফিস থেকেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে না।
স্মার্ট কার্ড গ্রহণে সরকার নির্ধারিত কোনো ফি নেই। তাই এ বিষয়ে সকল প্রকার লেনদেন থেকেও বিরত থাকার আহ্বান জানান এ কর্মকর্তা।
তথ্য মতে, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মালেক ইনস্টিটিউশনে (লাকসাম রেলওয়ে হাই স্কুল) পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুর, মিশ্রী ও শ্রীপুর গ্রামের ভোটারদের কার্ড বিতরণ করা হবে। ২ সেপ্টেম্বর একই কেন্দ্রে ২নং ওয়ার্ডের কুন্দ্রা, ডুরিয়া বিষ্ণুপুর, পাইকপাড়া, বাইনছাটিয়া, বড়তুপা গ্রামের ভোটারদের এবং ৩ সেপ্টেম্বর ৩নং ওয়ার্ডের কোমারডোগা, গোপালপুর, বিনই, শিউরাইন গ্রামের ভোটারদের কার্ড দেয়া হবে।
৪ সেপ্টেম্বর আল আমিন ইনস্টিটিউট কেন্দ্রে ৪নং ওয়ার্ডের উত্তর লাকসাম, দৌলতগঞ্জ বাজার, পেয়ারাপুর, ৬ সেপ্টেম্বর ৫নং ওয়ার্ডের উত্তর পশ্চিমগাঁও, ৭ সেপ্টেম্বর ৬নং ওয়ার্ডের কুচিয়ামুড়া, পশ্চিমগাঁও দক্ষিণ, বাতাখালি গ্রামের ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
৮ সেপ্টেম্বর নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ে (বিএন হাই স্কুল) ৭নং ওয়ার্ডের গাজীমুড়া, ফতেপুর ধামৈচা, ৯ সেপ্টেম্বর ৮নং ওয়ার্ডের গন্ডামারা, গুনতি, দক্ষিণ লাকসাম, পূর্ব লাকসাম ও মধ্য লাকসাম এবং ১০ সেপ্টেম্বর ৯নং ওয়ার্ডের উত্তরকুল, কাদ্রা ভোজপাড়া ও সাতবাড়িয়া গ্রামের ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
১০ অক্টোবর লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ডের বাদ পড়া নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
অশ্বদিয়া উচ্চ বিদ্যালয় ও অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১ সেপ্টেম্বর উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের, ১২ সেপ্টেম্বর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ১৩ সেপ্টেম্বর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
মুদাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের, ১৫ সেপ্টেম্বর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ১৬ সেপ্টেম্বর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
১৭ সেপ্টেম্বর জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের, ১৮ সেপ্টেম্বর ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
ভাকড্যা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ সেপ্টেম্বর কান্দিরপাড় ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের, ২১ সেপ্টেম্বর ৩নং ওয়ার্ডের এবং ২২ সেপ্টেম্বর ৪নং ওয়ার্ডের, ২৩ সেপ্টেম্বর ৫ ও ৬নং ওয়ার্ডের, ২৪ সেপ্টেম্বর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের, ২৬ সেপ্টেম্বর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ২৭ সেপ্টেম্বর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
উত্তরদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ সেপ্টেম্বর উপজেলার উত্তরদা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের, ২৯ সেপ্টেম্বর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ৩০ সেপ্টেম্বর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ অক্টোবর উপজেলার আজগরা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের, ৪ অক্টোবর ৩ ও ৪নং ওয়ার্ডের, ৫ অক্টোবর ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ৬ অক্টোবর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ অক্টোবর উপজেলার আজগরা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের, ৮ অক্টোবর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের, ৯ অক্টোবর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।
১১ অক্টোবর লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার বাকই দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর, মুদাফরগঞ্জ দক্ষিণ, কান্দিরপাড় ইউনিয়নের বাদ পড়া নাগরিকদের এবং ১২ অক্টোবর গোবিন্দপুর, উত্তরদা, আজগরা ও লাকসাম পূর্ব ইউনিয়নের সকল বাদ পড়া নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে।