1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দীর্ঘ ১৭ বছর পর লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মজির সভাপতি, ফারুক সম্পাদক - Dainik Cumilla
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লার পদুয়ার বাজারে প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা জিয়াউর রহমান ৭৭ সালের পর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন -কুমিল্লায় বরকত উল্লাহ বুলু আর খায় না পি আর গায়ে মাখে- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু বরুড়ায় সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪ চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর লাকসাম পৌরসভা ও উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ

দীর্ঘ ১৭ বছর পর লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মজির সভাপতি, ফারুক সম্পাদক

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাকসাম পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
সম্মেলন উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি।

পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশেম মানুর সভাপতিত্বে, সদস্য সচিব গোলাম ফারুক, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিলনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য হেনা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, মাহবুব চৌধুরী, মোস্তফা জামান, নজরুল হক ভূইয়া স্বপন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভুইয়া দোলন, শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, টিআর হারুন প্রমুখ।
সম্মেলনে নির্বাচন কমিশনার ছিলেন,অ্যাডভোকেট আলী আক্কাস। সম্মেলনে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন, আলহাজ মজির আহমেদ।
একাধিক প্রার্থী না থাকায় সম্মেলনে গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুককে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান মানিককে সাংগঠনিক সম্পাদক-১ ও আবু বকর সিদ্দিক মিল্টনকে সাংগঠনিক সম্পাদক-২ ঘোষণা দেয়া হয়।

এদিকে, সভাপতি পদে মোস্তফা কামাল ও নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে বেলাল রহমান মজুমদার ও আবুল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক পদে ইয়াছিন আলী, জামিলুর রহমান সোহেল
প্রার্থীতা প্রত্যাহার করেন।

সম্মেলনে ৬৩৯ কাউন্সিলরের মধ্যে ৫৯৮টি ভোট সংগৃহীত হয়। ৩টি ভোট বাক্সে পড়েনি। দুই প্রতিকে সিল দেয়ায় আরো একটি ভোট বাদ পড়ে।
মোটরসাইকেল প্রতীকে অধিক ভোট পাওয়ায় আলহাজ মজির আহমেদকে সভাপতি ঘোষণা করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। রিকশা প্রতিকে অপেক্ষাকৃত কম ভোট পাওয়ায় আবুল হাশেম মানু বিজিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD