1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা'র নব গঠিত কমিটির পরিচিতি সভা - Dainik Cumilla
রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা শনিবার ( ৩ মে) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।

বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা সহসুপার মাওলানা মীর হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান, বটতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্রাফুল আলম, মাদরাসা অভিভাবক সদস্য হাজী জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা শাহ আলম, সাবেক অভিভাবক সদস্য কায় কোব্বাদ, সমাজ সেবক মীর আহমেদ মিঠু, মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদের, মাওলানা শামসুদ্দিন, সমাজ সেবক আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদরাসা সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD