1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে - Dainik Cumilla
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চান্দিনায় কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি স্কেলের আঘাতে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত: কুমিল্লার সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার নাঙ্গলকোটে বিএনপির সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহতদের পাশে বিএনপি, কমিটি বাতিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি : জাকারিয়া তাহের সুমন অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন (রহ:) এর স্মরণ সভা অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে ভেলপুরি খেয়ে নারী-শিশুসহ হাসপাতালে ভর্তি প্রায় শতাধিক, বিক্রেতা পলাতক বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: অধ্যক্ষ সেলিম ভূইঁয়া কুমিল্লায় চুরি-ছিনতাই বাড়ায় অভিযান, গ্রেফতার আওয়ামী লীগ নেতাসহ ১৪ নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু কুমিল্লায় ৩০ কেজি গাজাসহ ২ জন আটক

কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা অভিনব কায়দায় বেতের তৈরি মোড়া নিচে বেধে নিয়ে ১৬ হাজার পিস ইয়াবা নেয়ার পথে র‍্যাবের অভিযানে মাদক কারবারিসহ আটক হয়েছে। রবিবার মধ্যরাতে কুমিল্লা দাউদকান্দি এলাকায় থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। এই সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান

আটককৃত মো সোহাগ মোল্লা চাঁদপুর জেলার মতলব উওর থানার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে দাউদকান্দি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা হয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল দাউদকান্দি উপজেলার ওই বাড়িতে অভিযানে নামে র‍্যাব। তথ্যানুযায়ী বাড়ির কক্ষগুলো তল্লাশী করে বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। এই সময় মাদক কেনাবেচার আরো নগদ ৫ লাখ ৯৮ হাজার তিনশত টাকা উদ্ধার করে র‍্যাব।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি সোহাগ মোল্লা জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য দাউদকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD