1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে প্রবাস ফেরৎ সোলায়মান হাজারীর কৃষিতে ব্যাপক সফলতা অর্জন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রামে প্রবাস ফেরৎ সোলায়মান হাজারীর কৃষিতে ব্যাপক সফলতা অর্জন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিষমুক্ত লাউ-সবজি চাষ, সম্পূর্ণ প্রাকতিক উপায়ে গরু-ছাগল ও হাস-মুরগি লালন-পালন সহ দেশীয় পদ্ধতিতে নিজ পুকুরে মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন প্রবাস ফেরৎ কৃষি উদ্যোক্তা মো: সোলায়মান হাজারী। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো: ইসমাইল হাজারীর ছেলে।

জানা গেছে, প্রবাস ফেরৎ সোলায়মান হাজারী নিজ উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিজ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। পাশাপাশি দুইটি সেডে আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি লালন-পালন এবং একটি আলাদা সেডে কমপক্ষে ১৫টি ছোট-বড় গুরু নিয়ে শুরু করেন খামার। এদিকে বাড়ীর আঙ্গিনা ও পুকুরের পাড়ে কলা গাছ, পেঁপে গাছ সহ নানান সবজি চাষ করেন তিনি। এছাড়াও বাড়ীর পাশের নিজ জমিতে (২৫ শতক) বিষমুক্ত লাউ এবং বিভিন্ন সবজি চাষ করে তিনি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। তার এ কৃষি প্রীতি দেখে এলাকায় তাকে নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। মানুষের মুখে মুখে এখন সোলায়মান হাজারীর কৃষি সফলতার গল্প। এতে উৎসাহিত হয়ে ওই এলাকার অনেকেরই এখন কৃষির প্রতি আগ্রহ বাড়ছে। তার দেখাদেখি কৃষির প্রতি নতুন করে ঝুকছেন কেউ কেউ। সকলেরই একই ভাবনা, বেকার বসে না থেকে কৃষিতে সময় দিলে দেশের কৃষি খাতে স্বনির্ভরতায় অবদান রাখা যাবে।

এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সোলায়মান হাজারী জানান, প্রবাস থেকে এসে দীর্ঘদিন বেকার থেকে পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষির প্রতি আগে থেকেই আমার বেশ আগ্রহ ছিলো। পরে ইউনিয়ন কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপজেলার কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিজ জমিতে বিষমুক্ত লাউ ও সবজি চাষাবাদ শুরু করি। ধীরে ধীরে সফলতার মুখ দেখায় এর পাশাপাশি নিজ পুকুরে মাছ চাষ, আঙ্গিনায় পেঁপে ও উন্নত জাতের ফলদ গাছের বাগান করার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন ও প্রাকৃতিক উপায়ে গরু (মোটাতাজাকরণ) পালন শুরু করি। আলহামদুলিল্লাহ কৃষি ও দুইটি খামার থেকে গড়ে প্রতি মাসে আমার প্রায় ৬০ হাজার টাকা আয় হয়। এতে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দে জীবন-যাপন করছি। এ সময় তিনি ঘরে অলস বসে না থেকে কৃষির প্রতি উদ্বুব্ধ হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, সোলায়মান হাজারী একজন আপাদমস্তক কৃষি উদ্যোক্তা ও আদর্শ কৃষক। তার কৃষি ভাবনাগুলো অন্যদের তুলনায় অনন্য ও ব্যতিক্রম। ইতিমধ্যে তিনি বিষমুক্ত লাউ চাষ, মাছ চাষ, হাঁস-মরগি ও গরু লালনপালন করে ব্যাপক সফলতা পেয়েছেন। বিভিন্ন কৃষি প্রণোদনা প্রদান সহ উপজেলা কৃষি অফিস এর মাধ্যমে বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিয়ে সবসময় সোলায়মান হাজারীর পাশে থাকার চেষ্টা করেছি। এ সময় তিনি আদর্শ কৃষক তৈরীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, কৃষিই কৃষ্টি, কৃষিতেই মুক্তি। আসুন সকলে চৌদ্দগ্রামের সফল কৃষি উদ্যোক্তা সোলায়মান হাজারীর মত কৃষির প্রতি উদ্বুদ্ধ হয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি দেশের কৃষি খাতে অবদান রাখার চেষ্টা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD