1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

চৌদ্দগ্রামে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্থানীয় বধুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। কিন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির করার কারণে পূর্বের স্বৈরাচার সরকার শেখ হাসিনা নৃশংসভাবে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর মত আলেমকে দিনের পর দিন জেলে অত্যাচার করে শেষ সময়ে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করে। ২০০৮ সালে আওয়ামী সরকার গঠনের পরেই দেশে নৈরাজ্য সৃষ্টির এক দৃষ্টান্ত ছিল বিডিয়ার বিদ্রোহ। যা শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনাদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে দেশে এনে সুষ্ঠু বিচারের আওতায় এনে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার দাবী জানাচ্ছে।

৮ নং ওয়ার্ড কর্মী ও সুধী সমাবেশে জামায়াত নেতা মো. এম শহিদুল আলমের সভাপতিত্বে ও মো. ইউছুফ পলাশের সঞ্চলনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়ন আমির মো. ইউছুফ মেম্বার, সাবেক ছাত্রনেতা ও বনশ্রী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মজুমদার, পল্টন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরাম সভাপতি আ হ ম মেশকাত উদ্দীন সেলিম, সাবেক ছাত্রনেতা মো. জাফর আহমদ শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন লিটন, চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মো. সাদেক, গুনবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল হুদা ভূঁইয়া মানিক, ডা. মনজুর আহমদ সাকী, সাবেক ছাত্রনেতা মো. মোদ্দাসীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের সাবেক আমির আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আমিন, মো. আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, মো. কফিল উদ্দিন মাহমুদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD