1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিভিন্ন ট্রাক হোটেলে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ৭ - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

চৌদ্দগ্রামে বিভিন্ন ট্রাক হোটেলে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ৭

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন ট্রাক হোটেলে রমরমা মাদক ব্যবসা চলে আসিছিলো, এমন অভিযোগের ভিত্তিতে মহাসড়কের দুইপাশে অবস্থিত ট্রাক হোটেলগুলো বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত ৭ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে পুটলি করা ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে: মাহমুদুল হাসান।

অভিযানে আটককৃতরা হলো: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: মাসুদ রানা (২৪), নারায়ণপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে মো: পারভেজ (২৮), চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের মো: আবুল কাশেমের ছেলে আব্দুল খালেক (১৯), কেছকিমুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো: নুরুন নবী (২৮), কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (২৭), বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে শরীফ হোসেন (৩৯) ও বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে: মাহমুদুল হাসান জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী ট্রাক হোটেলগুলোতে ট্রাকের ড্রাইভার-হেলপারদের নিকট সু-কৌশলে মাদক বিক্রি করে আসছিলো। এছাড়াও কিছু কিছু হোটেলের মালিক ও ম্যানেজারগণ হোটেল ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে আমরা জানতে পারি। যাত্রা বিরতির সময় ট্রাক চালক ও হেলপাররা এখান থেকে মাদক ক্রয় করে সেবন করে। মাদক সেবনের পর রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহাসড়কে গাড়ি চালায় তারা। যারফলে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ মহাসড়কের পাশের ট্রাক হোটেলগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদক সহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, র‌্যাব-১১ এর সদস্যরা ৭ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD