1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়" - Dainik Cumilla
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩ আহত ২০ কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান মাদকসহ একজন আটক কাল পবিত্র ঈদুল ফিতর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়”

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

জেলা প্রতিনিধি,কুমিল্লা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, পুরো জাতিকে জিম্মি করে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগ।
গণমাধ্যমের স্বাধীনতা ছিলনা। মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেয়া হয়েছিল। হাসিনা সরকারের অপকর্ম যেন পত্র-পত্রিকা না আসতে পারে সেজন্য বিভিন্ন কালা কানুন তৈরি করেছিল আওয়ামী লীগ। রাজপথে বিরোধীদলকে নামতে দেয়নি তারা। দেখামাত্র গুলি, মামলা, হামলা, গ্রেপ্তার সহ পুরো দেশটাকে কারাগার বানিয়ে ফেলেছিলেন তারা। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ছিলেন তারা। তিনি আরো বলেন, প্রায় ১৭ লাখ কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। অন্তত দুইশত বছর পিছিয়ে দিয়েছে দেশটাকে। জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার শিক্ষার্থী হত্যা করেছে। পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। জামায়াতের ৫ জন শীর্ষ নেতাকে বিচারিক হত্যা করে শহীদ করেছে। তিনি সাংবাদিকদেরকে তখনকার সময়ের অপ্রকাশিত সংবাদগুলো তুলে ধরার আহবান জানান।

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনয়কালে সভাপতির বক্তব্যে তিনি উপরে উল্লেখিত বক্তব্য রাখছিলেন।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এই মতবিনিময়ের আয়োজন করেন। কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গোল্ডেন স্পুন পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন মজীদ থেকে অর্থ সহ তেলাওয়াত করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মোহাম্মদ শাহাজাহান, কুমিল্লা মহানগর নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি একেএম এমদাদুল হক মামুন। সাংবাদিক মধ্য থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাব’র সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সভাপতি লুৎফুর রহমান ও বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক। মতবিনিয় অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মোশাররফ হোসাইন ও এডভোকেট নাছির আহমেদ মোল্লা, মাওলানা মাহবুবুর রহমান,এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ভিপি মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, মুফতি আবদুল কাইয়ুম মজুমদার, কাজী নজির আহমেদ, জাকির হোসাইন, শাহাদাত হোসেন, মজিবুর রহমান, সৈয়দ মোতাহার আলী দিলাল, ও দেলোয়ার হোসেন সবুজ প্রমূখ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD