দৈনিক কুমিল্লা।।
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক জনপ্রতিনিধি। দুধ দিয়ে গোসল করা পিছনে তার উদ্দেশ্য পাপ মোচন হওয়া। তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কামরুজ্জামান মাসুদ নামের ওই চেয়ারম্যান দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্বেচ্ছায় পদত্যাগ করা ওই চেয়াম্যান তার বাড়ীর ছাদে ওপরে শনিবার ১৭ আগষ্ট দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নেটিজনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রায় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। পরে আওয়ামী লীগের কলঙ্ক থেকে নিজেকে মুক্ত করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন।
দুধ দিয়ে গোসল করার পর ইউপি চেয়ারম্যান মাসুদ বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, দলীয় চেয়ারম্যান নয়। তবে এই দলটি আমি করতাম।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমাকে অনেক কষ্ট প ব্যাথা দিয়েছে। তাদের কর্মকাণ্ডে আমি অতিষ্ঠ। তারা সন্ত্রাস বাহিনী দিয়ে নির্বিচারে নিরিহ ছাত্র ও সাধারণ মানুষ হত্যা করেছে। তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরাপরাধ মানুষকে গুম করে রেখেছে। আমি এই দল করে লজ্জিত। অতীতে আমার ভুল যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ফতেহা ইউনিয়নবাসীর। আপনাদের কাজে আমার অনুরোধ যদি কেউ আমার কথায় ও কাজে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ।