1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ ও সংগঠনের লোগো উন্মোচন - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল

কুমিল্লার যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ ও সংগঠনের লোগো উন্মোচন

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার যাত্রিক নাট্য গোষ্ঠী ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কুমিল্লার প্রয়াত কৃতিমানদের স্মরণ করা হবে।

শনিবার কুমিল্লা প্রেসক্লাবে যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছর পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক এসব কথা জানান। এ সময় সংগঠনের লোগো উন্মোচন করা হয়।

লিখিত বক্তব্যে হাসান ইমাম মজুমদার ফটিক বলেন, ১৯৭৫ সালের ২৩ জুন ৯ জন সদস্য নিয়ে যাত্রিক নাট্য গোষ্ঠীর যাত্রা শুরু হয়। এর মধ্যে সাত সদস্য প্রয়াত হয়েছেন। সংগঠনটির সাথে এখনো রয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য হাশিম আপ্পু ও গিয়াস উদ্দিন। এই সময়ে যাত্রিক ১১ টি নাট্য উৎসব, ৯ টি প্রযোজনা ভিত্তিক নাট্যশালা, ৩ টি নাট্য বিষয়ক সেমিনার এবং ৫৩ নাটকের ৩০৬ টি রজনী মঞ্চায়ন হয়। যার মধ্যে যাত্রিক নাট্য গোষ্ঠী ২০২২ সালের ১১ নভেম্বর ভারতে শাস্তি নাটক মঞ্চস্থ করে প্রশংসা অর্জন করে।

সংগঠনটি গেলো ২৩ জুন ৫০ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। যার মধ্য রয়েছে দুস্থ রোগীদের মধ্য মৌসুমী ফল বিতরণ, সংগঠকদের সম্মাননা, নাট্য কর্মশালার আয়োজন, কুমিল্লার প্রয়াত কৃতিমান ব্যক্তিদের স্মরণ করা। ভারতে গিয়েও নাটক মঞ্চস্থ করবে সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে অনুভূতি ব্যক্ত করেন যাত্রীকের প্রতিষ্ঠাকালীন সদস্য হাশিম আপ্পু, গিয়াস উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব।
উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আবু নাছের মিয়াজি, সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা, সহ সম্পাদক শাকির মোস্তফা, নির্বাহী সদস্য বিদ্যুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এড.নজরুল ইসলাম, সদস্য ফারজানা রহমান তুলি, উম্মে সাদিয়া তুলি, অ্যাড.নেয়ামত উল্লাহ ও রুদ্র ভৌমিক প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD