1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিলা পাসপোর্ট অফিসে হয়রানি করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

কুমিলা পাসপোর্ট অফিসে হয়রানি করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

নেকবর হোসেন :

দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে হয়রানির করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার সদর উপজেলার নোয়াপাড়ার পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও তিনটি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। র‌্যাব ১১ উপ-পরিচালক মাহমুদুল হাসান সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ ফজল (৪৩), একই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ওমর ফারুক (৩৫), সদর উপজেলার আড়াইউড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার মো. জামাল মিয়ার ছেলে মো. জনি (২২),রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২১)।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দীর্ঘদিন পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে সরকার নির্ধারিত রেটের বাইরে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসছিল বলেও স্বীকার করে। এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুতসময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারী স্লিপ নিজেদের কাছে রেখে দেয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নিধারণ করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD