নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা গোমতী নদীর বেড়ীবাধের উপরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই(নি.) মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন ও সঙ্গীয় অফিসার ফোর্সের যৌথ অভিযানে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানরত এই ডাকাত চক্রকে আটক করা হয়।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা ও আইসি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাকাত দল পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত মোঃ আবুল হোসেনের ছেলে সোহেল মোল্লা, একই গ্রামের মৃত জেহান উদ্দিনের ছেলে নেয়ামতুল, বরুড়া থানার দেওরা গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের মইন উদ্দিনের ছেলে আল-আমিন।
অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি স্টীলের চাপাতি, একটি লোহার তৈরি কোড়াবাড়ি এবং ৪টি লোহার রড উদ্ধার করা হয়।