1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমেক হাসপাতালে ৪ দালাল আটক - Dainik Cumilla
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে অতিথিবিহীন অর্থ আত্মসাতে অভিযুক্ত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী ফারুকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের প্রনোদণা হিসেবে কৃষক কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা- আইনশৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণীপেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার জুলাই সনদ ও পিআর সহ ৫ দফা দাবিতে সড়ক জুড়ে কুমিল্লায় জামায়াতে ইসলামীর মানববন্ধন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ কুমিল্লায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২

কুমেক হাসপাতালে ৪ দালাল আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে আনসার বাহিনী।
বুধবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশক্রমে পিসি মোঃ রিপন উদ্দিনের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন—কুমিল্লা সদর উপজেলার কুচাইতলী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আতিকুর রহমান(৪৫),কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে হানিফ(৩০),কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকার দুদু মিয়ার ছেলে ছোটন(৩৫),কুমিল্লা সদর উপজেলার চৌয়ারা এলাকার চাষা পাড়া গ্রামের ফজলের ছেলে পারভেজ(৩৫)।
জানা যায়, আটকরা কুমেক হাসপাতালে থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত ছিল।
কুমেক হাসপাতাল আনসার বাহিনীর ক্যাম্প ইনচার্জ মোঃ রিপন উদ্দিন বলেন,সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা অবস্থায় চার দালালকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,মেডিকেল থেকে দালাল আটক করতে আমাদের আনসার বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।আর হাসপাতালে আসা কোনো রুগীর চোখের সামনে যদি এসব দালাল চোখে পড়ে তারা যেনো আমার আনাসার বাহিনীদের খবর দেয়।তারা তাদের দ্রুত চিহ্নিত করে আটক করে ফেলবে।হাসপাতালকে দালালমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD