1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় রমজানের শুরুতেই এক হালি লেবুর দাম ৮০ টাকা - Dainik Cumilla
রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু কুমিল্লার লাকসামে একযোগে ৯ খালে পরিষ্কার অভিযান কুমিল্লায় আ’লীগ নেতা সাহেব আলী গ্রেপ্তার দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্ধিত সভা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লায় রমজানের শুরুতেই এক হালি লেবুর দাম ৮০ টাকা

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র দেখা যায় বাংলাদেশে। যেখানে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন বেড়ে যায় ৩-৪ গুণ। এরই অংশ হিসেবে রোজার প্রথম দিনেই লেবুর দাম বেড়ে হালি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। তার মানে এক পিস লেবুর দাম ২০ টাকা গড়ে পড়ছে!
গতকাল বুধবার (১৩ মার্চ) কুমিল্লা নগরীর নিউমার্কেট, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইফতারের শরবতের জনপ্রিয় অনুষঙ্গ লেবুর দাম বেড়ে যাওয়ায় রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে ক্রেতাদের ।
তবে শুধু লেবু নয় বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে।
সরেজমিন দেখা গেছে, বাজারে ভালোমানের গোল বেগুন (তাল বেগুন) বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। একদিন আগে এ বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। অপরদিকে লম্বা বেগুন কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। যা একদিনের ব্যবধানে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। শসা বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে।

এদিকে, চাহিদামতো পণ্য কিনতে না পেরে মলিন চেহারায় ঘরে ফিরছেন অনেক মানুষ। পণ্যমূল্য বৃদ্ধির পেছনে এক দিকে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকা, অন্যদিকে করের জালকে দায়ী করছেন ভোক্তারা।

দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা এরই মধ্যে কুমিল্লার নিমসার কাঁচা বাজারে অভিযান চালাচ্ছি। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

নগরীর রাজগঞ্জে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, সীমিত বেতনের টাকায় মাসের বাজার খরচ সামলাতেই ঘাম ছুটে যায়। সেখানে রোজা সামনে রেখে জিনিসপত্রের দাম আরও বেড়েছে। রমজানে কীভাবে বাজার খরচ সামাল দেবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD