নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পদপ্রার্থী তাহসীন বাহার সূচনা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা।
শনিবার সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, পেশিশক্তি ব্যবহার করে ভয়-আতঙ্ক ছড়ানো, ভোটারদের বাধা দেওয়া- এসব অভিযোগ মিথ্যা।
তিনি আরো বলেন, আমি এই প্রথমবার প্রার্থী হয়েছি। কিন্তু আমি যেহেতু রাজনৈতিক পরিবারেরই মেয়ে, নির্বাচন আমার জন্য প্রথম কিছু না। নির্বাচন ইভিএমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তাহসীন বাহার সূচনা বলেন, অভিযোগের তীর আমার দিকে কেন, আমি সেটা আসলে জানি না। এখন পর্যন্ত খুব ভালো নিউজ আমার কাছে আছে।
সকাল ৮টা থেকে কুমিল্লার ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে এসে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, বাস প্রতীকের প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে বাস প্রতীকের সমর্থকরা তাদের ওপর গুলি চালায়।
তাহসীন বাহার সূচনার কর্মীদের বিরুদ্ধে ভোটারদের হুমকি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন একই দলের হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম।
সাবেক মেয়র ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুও অভিযাগ করেছেন তার ভোটারদের বাধা দেওয়া এবং কেন্দ্রে তার এজেন্ট ঢুকতে না দেওয়ার ।