1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক উপনির্বাচন: নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়ার ঘোষণা ঘোড়া প্রতীকের ১২ দফা ইশতেহার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

কুসিক উপনির্বাচন: নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়ার ঘোষণা ঘোড়া প্রতীকের ১২ দফা ইশতেহার

  • প্রকাশিতঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে নিজাম উদ্দিন কায়সার তাঁর কর্ম পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ইশতেহারে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়া, জলাবদ্ধতা ও যানজট নিরসন, নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, স্বাস্থ্য সেবা, ক্রীড়া-সংস্কৃতি, খাদ্য ও নগর কৃষি, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুশিক্ষাসহ ১২টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।
ইশতেহার ঘোষণার সময় কায়সার বলেন, যদি আমরা সবাই উদ্যোগী হই, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, ইতিবাচক মনোভাব নিয়ে নগর বিনির্মাণে অংশগ্রহণ করি তাহলে কুমিল্লায় হবে বহু দৃশ্যমান পরিবর্তন। যার নেতৃত্বে থাকবে জনগণ। কিন্তু বিগত সময়ে কুমিল্লা সিটির উন্নয়ন তো হয়নি, বরং স্বল্প কিংবা দীর্ঘ মেয়াদী কোন পরিকল্পা মতো কাজ হয়নি। কেবল ভাংচুর আর উন্নয়নের দোহাই দিয়ে একই কাজ বার বার করার নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে। সিটি করপোরেশনের দুর্নীতির বিষয়টি এখন প্রকাশ্যে আলোচনা চলছে। এখানে এক অজানা ভয়ে কেউ যেন সত্য ও সঠিক কথা বলতে পারছে না। এবারের উপনির্বাচনে সময় এসেছে নগরবাসী ও প্রিয় ভোটারদের সত্যের পক্ষে থাকার। আর তাই নির্ভরতার প্রতীক ঘোড়ায় ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার সুরক্ষিত রাখুন। আপনাদের মাধ্যমে আমি পরিবর্তনের ধারায় নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়ে তুলতে চাই।
ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রতিটি শহর নির্মাণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ। যা বিগত সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি দৃষ্টি দেওয়া হয়নি। ত্রæটি নিয়েই আদর্শ সদর এবং সদর দক্ষিণের সমন্বয়ে যে নগর গড়ে তোলার পরিকল্পনা হয়েছে তাতে হয়েছে চরম বৈষম্য। পরিকল্পনায় থাকলেও সীমানা বাড়েনি। তাই আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন গড়তে আমার প্রথম বিবেচনার বিষয় হলো গরিব-ধনী সকলের জন্য মানবিক এক নতুন কুমিল্লা, যেখানে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবকিছুর উপরে এবং মানুষের অধিকার থাকবে সুরক্ষিত।ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ পূর্ব বিএনপির সাবেক সভাপতি এসএ বারি সেলিম, বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ছেলে ইফতেখার রশিদ অপু, মহানগর বিএনপির যুগ্ম হওয়ার আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কুমিল্লা সিটির উপনির্বাচনে এই প্রথম ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আগামী ৯ মার্চ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD