1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মরহুম এডভোকেট আবুল হাসেম খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

কুমিল্লায় মরহুম এডভোকেট আবুল হাসেম খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

৩ মার্চ রোববার দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও মরহুমের পরিবারবর্গের সহযোগিতায় মহান জাতীয় সংসদ সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট মোঃ আবুল হাসেম খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার এর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম নাসরিন জাহান এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এর আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আ. হ. ম তাইফুর আলম, জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল ও এডভোকেট মোঃ শরীফুল ইসলাম ও এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস, আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হায়াত খান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও এডভোকেট মোঃ মিজানুর রহমান এবং মরহুমের কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি আরো অনেকে। এ-সময় উপস্থিত ছিলেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন ও দিদারুল আলম, বিজ্ঞ সহকারী জজ মোঃ সাইফুল ইসলাম ও মীর মাশহুর আহমেদসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রায় পাঁচ শতাধিক আইনজীবী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী ও কোষাধ্যক্ষ এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন।
এসময় বক্তারা বলেন- নির্দ্বিধায় মরহুম এডভোকেট আবুল হাসেম খান একজন ভালো মানুষ ছিলেন। ওনাকে হারিয়ে কুমিল্লার আইনজীবীরা একজন প্রথিতযশা আইনজীবীকে হারালো। আল্লাহ তায়ালা ওনাকে বেহেস্ত নসিব করুন, আমিন।আমাদেরকে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে হবে। মনে করতে হবে আজকের নামাজই শেষ নামাজ, আজকের দিনই শেষ দিন। আর প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে হবে। অবশেষে আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD