1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে গণিতের প্রশ্ন সমাধান করে সরবারাহের অভিযোগে দুইজন আটক, দাউদকান্দিতে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নাঙ্গলকোটে কলেজ অধ্যাপকের বিদায় সংবর্ধনা বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেবে না বিএনপি লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু কুমিল্লার লাকসামে একযোগে ৯ খালে পরিষ্কার অভিযান কুমিল্লায় আ’লীগ নেতা সাহেব আলী গ্রেপ্তার দেবীদ্বারে ভ্যানচালকে চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন

চৌদ্দগ্রামে গণিতের প্রশ্ন সমাধান করে সরবারাহের অভিযোগে দুইজন আটক, দাউদকান্দিতে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নেকবর হোসেন।। 

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে একটি দোকান ঘরে বসে গণিতের প্রশ্ন সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবারাহের অভিযোগে এক স্কুল শিক্ষক ও স্কুলের অফিস সহকারিকেে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে একই দিন গণিত পরীক্ষায় নকল করতে না দেওয়ায় পরীক্ষা শেষে দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষক ও জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কুমার দাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক শিক্ষার্থী।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জে পি দেওয়ান গণিত প্রশ্ন ফাঁস ও নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশের মার্কেটে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই মার্কেটে অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও উনকোট উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী সুখরঞ্জন দাস নামে দুইজনকে আটক করা হয়। তাঁদের নিকট গণিত প্রশ্ন পাওয়া যায়। তারা স্মার্টফোনের মাধ্যমে গণিত প্রশ্নপত্রের সমাধান শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমরা তাঁদের হেফাজত থেকে দুটি স্মার্টফোন ও একটি গণিত গাইড বই জব্দ করি। আটকরা প্রশ্নপত্র সমাধান করে নকল সরবারাহের কথা স্বীকার করেছেন। আটক দুইজনকে পুলিশ হেফাজতে পাঠিয়ে কেন্দ্র সচিবকে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, মুন্সীরহাট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশের একটি ভবন থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD