1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতির পিতার সমাধিতে নবনির্বাচিত এমপির ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

জাতির পিতার সমাধিতে নবনির্বাচিত এমপির ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের :

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি । এ সময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন ও রুহের মাগফেরাত কামণা করে মোনাজাত করেন তিনি।
মোনাজাতে তিনি

কাতির পিতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামণা করা হয় । প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ হায়াতের সাথে সুস্থ্য থেকে যেন দেশ পরিচালনা করতে পারেন ।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন আবুল কালাম আজাদ এমপি । এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল আলিম, কলিপদ মজুমদার, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, আবদুল জলিল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, , উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজান সরকার, ধামতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, ভানী ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আশরাফ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাউছার হায়দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সবুজ, রাকিব, ইমু, আসিফ, আলামিন, ফয়েজ আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুইবারের সাবেক সংসদ সদস্য আ’লীগ মনোনীত নৌকার হেভিয়েট প্রার্থি রাজি মোহাম্মদ ফখরুলকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে ঈগল প্রতিক নিয়ে সংসদ্য নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD