মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বহুল প্রতীক্ষিত উপজেলার রাস্তাটি সংস্কার কাজ শেষ হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমেছে বেশ। রাস্তাটির সংস্কার হওয়ায় খুশি এলাকার মানুষ। উপজেলার ব্যস্ততম এই রাস্তাটি দিয়ে উপজেলা পরিষদ, ব্রাহ্মণপাড়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে লোকজন।
রাস্তাটি দীর্ঘদিন যাবত নানারকম খানাখন্দ ও বিভিন্ন জায়গা ভেঙ্গে ছিল। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হতো হাজারো সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ জনগন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ রোগীরা কষ্ট করে যাতায়াত করতে হতো । এ জনদুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সুজনের উদ্যোগে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের তত্ত্বাবধানে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়। যার ফলে সাধারণ জনগণ ও রাস্তায় চলাচল করা যানবাহনের চালকরা খুবই খুশি ।