নিজস্ব প্রতিবেদক।। আসছে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুবিল দরবার শরীফে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে নবী পাকের প্রেমিক হযরতুল আল্লামা শাহ্সূফী হযরত আবদুল দোনা বক্স ফকির (রহঃ) আল-সুবিলপুরী এর স্মরণে ৭৬তম বার্ষিক ওরশ মোবারক মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এতে আরজগুজার করবেন- কুমিল্লা দেবীদ্বার সুবিল দরবার শরীফ এর শাজ্জাদানশীন হযরত আবদুল রাজ্জাক শাহ্ (রহঃ) এর খেলাফত প্রাপ্ত পীরজাদা শাহ্ সূফি হযরত আবদুল ধনু ফকির (আল-সুবিলপুরী)। এছাড়াও আরও ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ওই অনুষ্ঠানে সকল আশেকান, ভক্ত ও মুরিদানগণকে যথাসময়ে উপস্থিত হয়ে আল্লাহ ও রাসূলের খাচ ফয়েজ, রহমত, বরকত, নেয়ামত ও মাগফিরাত প্রার্থনায় এবং আউলিয়া কেরামের নেক নজর ও ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ