নেকবর হোসেন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিল্লাল হোসেন (৪২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা হরিমঙ্গল গ্রামের মনির হোসেনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। নিহত বিল্লাল পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার মৃত আ: রশীদের ছেলে।
জানা গেছে বিল্লাল হোসেন উপজেলার হরিমঙ্গল এলাকায় তার এক পরিচিতের বাড়িতে প্রায়ই বেড়াতে আসতেন। ঘটনার দিনও সে ওই এলাকায় আসেন। পরে বিকেলে ওই এলাকার মনির হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রতিনিধিকে জানান, আমরা খবর পেয়ে মনির হোসেনের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে আসি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।