অদ্য ১৫/০৮/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এসআই/মোঃ আজহারুল ইসলাম ফোর্সসহ অভিযান পরিচালনা করে রামু থানাধীন খুনিয়া পালং ইউপিস্হ তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারমুখী সিএনজি নং কক্সবাজার -থ-১১-৬৪৮১ যাওয়াকালীন তল্লাশী করে ড্রাইভারের সীটের নীচে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ সিএনজি ড্রাইভার আসামী আহমদ কবির( ৪০), পিং মৃত আবুল কাশেম, সাং কচুবনিয়া, গুনধুম থানা- নাইক্ষ্যংছড়ি জেলাঃ বান্দরবান’কে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।