নেকবর হোসেন :
কুমিল্লা সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় কাউছার হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আজাদ, শফিকুল ইসলামের ছেলে ইমরা হাসান ও মোঃ জাহাঙ্গীরের ছেলে নয়ন মিয়া। গত ১৬ জুলাই ভারতীয় সীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ জুলাই বিকালে সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে কালিয়াজুরি এলাকার শওকত আহম্মেদের ছেলে কাউছারকে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় কাউসারের মা ১২ জনকে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে গত রবিবার বিকালে ভারতসীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুরে অভিযান পরিচালনা করে খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আজাদ, ইমরান ও নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।