শফিউল আলম রাজীব,
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলাধীন চরবাকর এলাকায় মহিষ বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়।
শনিবার (২৪জুন) ভোর রাত আনুমানিক পৌনে ৪টায় সিলেট থেকে চট্রগ্রাম গামী মহিষ বাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দূর্ঘটনাটি ঘটে। যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪৮৬৫৭। এসময় গুরুতর আহত ট্রাক ড্রাইভার মোঃ আব্দুর রহমান (৫৫)’কে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমানের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মহিষ বাহী ট্রাকটি গাছের সাথে ধাক্কা লেগে ড্রাইভার গুরুতর আহত হলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা দু’জন লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা ১৯ টি মহিষের মধ্যে ৮ টি মহিষ অসুস্থ হয়েছে। কোনটির পা ভেঙ্গেছে, কোমড় ভেঙ্গেছে, মাথা ফেটেছে যা স্বল্প দামেই স্থানীয় মাংস বিক্রেতাদের কাছে তা বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। সুস্থ মহিষ গুলো বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে।
এবিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃআলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। দূর্ঘটনায় চালক নিহত হয়েছে।