দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
কুমিল্লার আলোকচিত্রর মাধ্যমে গোমতীর পাড়ের শহর কুমিল্লাকে অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন। তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীতে মোট কুমিল্লার ১০০ টি ছবির মাধ্যমে তিনি কুমিল্লার প্রকৃতি,কুমিল্লার আবহমান মানুষের জীবনযাপনের ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
বৃহস্পতিবার( ১৫ জুন) সমাপ্তি হচ্ছে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর। প্রতিদিন শুরু হয় বিকেল ৩ টায় এবং শেষ হয় রাত ৯ টায়।
মঙ্গলবার (১৩ জুন) কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে আলোকচিত্র প্রদর্শনী “গোমতির পাড়ের শহর’’ এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানরগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ, শাহ মোহাম্মদ আলমীগীর খান মাউজভান্ডারী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ আলী আকবর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহজাহান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন।
আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন গতকাল বুধবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম বার,কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের এবং হালিমা গ্রুপের এমডি আবুল কালাম হাসান টগর প্রমূখ।