২৯/০৫/২০২৩ইং তারিখ দুপুর ১২.০৫ ঘটিকার সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে থানার এএসআই(নিঃ)/মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর বাস স্ট্যান্ড নামক স্থানে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লাগামী লেনে যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি তল্লাশি করে সিএনজির যাত্রী মুক্তা আক্তার (২১) এর উরুর উপর থাকা একটি লাভ চিহ্নের বেগুনি কালার রংয়ের স্কুল ব্যাগ তল্লাশি করে সর্বমোট ০৪(কেজি) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
বিষয়টি জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার কুমিল্লা রিজিয়নের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ।