শামীম রায়হান॥ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-৪২-৫৫৯৬) তল্লাশী চালিয়ে ৭৫ পিছ ফেনসিডিল ও প্রাইভেটকারসহ চালক হিমেল(৩২) কে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার(২২ মে)গভীর রাতে৷
আটক হিমের বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আমিরাবাদ (ডুবারচর) গ্রামের মো.ইব্রাহিম মিয়া পুত্র৷
বিষয়টি নিশ্চিত করেনে,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা৷
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে তালতলী নামক স্থানের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি প্রাইভেটকার কে সংকেত দিলে ড্রাইভার প্রাইভেটকারটিকে ফেলে পালিয়ে যাওয়ার সময় আটক করে প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-৪২-৫৫৯৬) তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের পিছনের থাকা পেপারে মোড়ানো ৭৫ টি ফেনসিডিলসহ চালক হিমেল (৩২) আটক করে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।