শফিউল আলম রাজীব।।
দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের’র পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃত আব্দুল রশিদের স্ত্রী তাসলিমা আক্তার’কে ১৫ হাজার, নুরুল ইসলামকে ১০ হাজার ও ফখরুল ইসলামকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা নগদ আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন তিনি। এরা সকলেই কৃষক আব্দুল কাদেরের সন্তান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম মাওলা, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ঘর নির্মানে ঢেউটিন দিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের।
উল্লেখ্য, গত সোমবার (১৫মে) দিবাগত রাত ১টায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে হঠাৎ এমন অগ্নিকান্ডে আব্দুল কাদেরের পরিবারের ১০ সদস্য প্রাণ রক্ষায় ঘর থেকে বের হতে পারলেও আর কিছুই রক্ষা করতে পারেনি।