1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো ক্ষতায় আসবে -আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো ক্ষতায় আসবে -আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৭ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,দেবীদ্বার।।

বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশী- বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবারো ক্ষতায় আসবে।

বুধবার বিকেলে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে গঙ্গামন্ডল রাজ ইনষ্টিটিউশন মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় ওই বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪ টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে ১৯৭৫ সালের ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আসিফ বিন লতিফ’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য লুৎফর রহমান বাবুল, ১৫ নং বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৪নং সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ৯ নং গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মুকবল হোসেন মুকুল, ১২ নং ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, ১১ নং রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কেএম কামরুজ্জামান মাসুদ, ৩নং রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক সুজিত কুমার পুদ্দার, যুবলীগ নেতা মামুনুর রশীদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন টিটু, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, ইমরান হোসাইন ইমু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবুল কাশেম মেম্বার।

১৭/০৫/২০২৩ইং।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD