1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা-সিলেট মহাসড়কে পাথর বুঝাই ট্রাক বিকল; দীর্ঘ ৩ কিলোমিটার জুড়ে যানজট - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লা-সিলেট মহাসড়কে পাথর বুঝাই ট্রাক বিকল; দীর্ঘ ৩ কিলোমিটার জুড়ে যানজট

  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,স্টাফ রিপোর্টার দেবিদ্বার।। 

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওপর পাথর বুঝাই ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় দেবীদ্বারে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে চলাচলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রবিবার দুপুরে সড়েজমিনে দেখা যায়, উপজেলার পৌর সাইলচর এলাকায় সড়কের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে। ফলে রাস্তার দু’পাশে যানজটে যানবাহনের দীর্ঘ সাড়ি লাইনে থাকতে দেখা যায়। কার আগে কে যাবে তা নিয়ে দু’দিকের চালকদের মধ্যে চলে বাকবিতণ্ডা। তীব্র গরমে দীর্ঘক্ষণ যানজটে বসে থেকে অসহ্য হয়ে অনেকে গন্তব্যে যেতে ছুটেছেন পায়ে হেটে।

এসময় কথা হয় যানজটে পড়ে থাকা যাত্রী ও চালকদের সাথে তারা জানায়, গত দু’দিন (শুক্রবার দুপুর) থেকে এই গাড়িটি রাস্তার ওপর বিকল হয়ে পড়ে আছে এটাকে সরানোর কোনো ব্যাবস্থা গ্রহন করছেনা কেউ। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকেই দেখা যায়না, তাই আগে যাওয়ার জন্য লাইনে না থেকে যে যার মতো গাড়ি নিয়ে যানজট আরো বাড়িয়ে দেয়। সারাদিন এমন অবস্থাই চলতে থাকে।

এসএসসি পরিক্ষার্থী এক যাত্রী অভিযোগ করে বলেন, আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় যানজটে এখানে অনেক সময় নষ্ট হয়েছে। ক্লাসে প্রবেশ করে দেখি খাতা দেওয়া হয়ে গেছে। এখন বাড়িতে যাব তাও প্রায় আধা ঘন্টা যাবৎ জ্যামে পরে আছি। এগুলো কি দেখার কেও নেই? আরেক যাত্রী বলেন, সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। যানজটে দীর্ঘক্ষন বসে ছিলাম এখন অনেক দেরি হয়ে যাচ্ছে তাই সন্তানকে কোলে নিয়ে হেটেই রওনা হয়েছি। আরেকজন বলেন, হাইওয়ে পুলিশ শুধু রাস্তায় সিএনজি থামিয়ে টাকা আদায় করতে জানে, জনগনের কল্যানে তাদের দেখা যায় না। এমন অসংখ্য মানুষের ছিলো নানান ধরনের অভিযোগ।

রাস্তার ওপর বিকল হয়ে পড়ে থাকা গাড়ির হেল্পার মেহেদী হাসান জানান, গত শুক্রবার সকালে আমরা সিলেট থেকে নোয়াখালীর উদ্দেশ্য গাড়িতে পাথর-বালি নিয়ে রওনা হয়েছি, দুপুরে এখানে এসে গাড়ির পেছনের বা’পাশের ড্রিমসেল ভেঙে গেছে, গাড়ি সরানো সম্ভব হচ্ছে না। দুদিন যাবৎ গাড়ি নিয়ে এখানেই আছি। গাড়ির মালিক দিনাজপুরের বিরল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল স্যারের সাথে কথা হয়েছে। মিস্ত্রিও দেখানো হয়েছে, যশোর থেকে মালামাল কুরিয়ার করেছে আগামীকালের মধ্যে ঠিক করা সম্ভব হবে।

এবিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন রবিবার সন্ধ্যায় জানান, আমাদের বড় ধরনের কোনো রেকার না থাকায় সড়ক থেকে (ঢাকা মেট্রো-চ ১৪-৫৩৪৮) এই নম্বরের পাথর বুঝাই বিকল ট্রাকটি সরানো সম্ভব হচ্ছেনা। তবে যানজট নিরসনে আমাদের লোকজন নিয়োজিত আছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD