1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাফিক পুলিশের ধাওয়া - সিএনজি উল্টে ব্যাবসায়ীর মৃত্যু; অবরুদ্ধ ট্রাফিক পুলিশ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাফিক পুলিশের ধাওয়া – সিএনজি উল্টে ব্যাবসায়ীর মৃত্যু; অবরুদ্ধ ট্রাফিক পুলিশ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

শফিউল আলম রাজীব,

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার ও মুরাদনগর সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক তার সিএনজি নিয়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে সড়কে উল্টে গিয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে বিক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখে। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

দূর্ঘটনায় কবলিত সিএনজিতে থাকা চালক, দুই নারী যাত্রী ও এক পুরুষ যাত্রীসহ ৪ জন আহত হন। সিএনজিতে থাকা গুরুতর আহত মহিউদ্দিন নামের এক যাত্রীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিউদ্দিন(৩০) দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার পুত্র এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলামের বড় ভাই। ঘটনাটি বুধবার দুপুর পৌনে ১টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার ফরেস্ট অফিসের সামনে ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
নিহত মহিউদ্দিন পরিবারের পক্ষ থেকে জানা গেছে, নিহত মহিউদ্দিন পেশায় একজন শুটকী ব্যবসায়ী, সে ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের শুটকী ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে বুধবার দুপুরে দূর্ঘটনায় প্রাণ হারান।

নিহত মহিউদ্দিনের ‘মা’ স্বজনদের জ্বড়িয়ে ধরে কান্না জড়িত কন্ঠে বলেন আমার মহিউদ্দিন সকালে বের হয়ে গেলো তার মৃত্যু হতে পারেনা, আমার মহিউদ্দিন মরতে পারেনা, তার দেড় বছরের কণ্যা মাইশা ও ৩৫ দিনের কণ্যা মাইমুনা এখন কাকে বাবা বলে ডাকবে ?

কোম্পানীগঞ্জ বাজার ষ্ট্যান্ড এর লাইন ম্যান আমির হোসেনসহ প্রত্যক্ষদর্শিরা জানান, হাইওয়ে সড়কের উপর ট্রাফিক ইনস্পেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে চলাচলকারী রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি আটক অভিযানে নামেন পুলিশ। এসময় ট্রাফিক পুলিশ ধাওয়া করে ৫/৬টি সিএনজি আটক করার সময় অন্যান্য সিএনজিগুলো হুরহুরি করে প্রাণ ভয়ে পালাতে থাকে। এসময় দেবীদ্বার অভিমূখী একটি সিএনজি দ্রুত মোড় ঘুরিয়ে পালাতে যেয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেলে সিএনজিতে থাকা যাত্রীরা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এসময় বিক্ষুব্ধ সিএনজি চালক ও জনতা ট্রাফিক ইনিস্পেক্টরসহ ২ জনকে ঘিরে ফেলে। এদিকে দেবীদ্বার পৌর এলাকার পান্নারপুল ষ্ট্যাশনে ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে অভিযান চলাকালে কোম্পানীগঞ্জের ঘটনার সংবাদে ট্রাফিক সার্জেন্টসহ ২ পুলিশকে অবরুদ্ধ করে রাখার সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দূর্ঘটনার সংবাদে মীরপুর হাইওয়ে পুলিশের একটি দল বেলা পৌনে ২টায় ঘটনাস্থলে আসেন।

ট্রাফিক ইনস্পেক্টর তরিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি দূঘটনা বা অভিযান সম্পর্কে কিছুই জানেনা এবং ঘটনাস্থলেও ছিলেন না। ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সিএনজি উল্টে একজনের মৃত্যু ও আরো ৩ জন আহতের বিষয়টি সাংবাদিকের কাছ থেকেই শুনেছেন।

এবিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, হাইওয়ে সড়কে দূর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হওয়ার সংবাদ পেয়েছি। হাইওয়ে পুলিশ নিহতের ছোরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে এখনো কোনো মামলা হয়নি। দূর্ঘটনায় কবলিত সিএনজিটি আমাদের হেফাজতে রাখা আছে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, মূল ঘটনাটি মুরাদনগর এলাকায় ঘটেছে এ ব্যপারে হাইওয়ে পুলিশ ভালো বলতে পারবেন। ট্রাফিক পুলিশ আটকের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD