স্টাফ রিপোর্টার, চৌদ্দগ্রাম।।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য জসিম উদ্দিন বলেন,আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষে, সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে প্রচার করার আহবান জানান। আপনারা দলে বিভাজন সৃষ্টি করবেন না। সকলেই ঐক্য বদ্ধ ভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করেন। আগামী নির্বাচনে যাতে দুষ্কৃতকারীরা প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আপনারা সজাগ থাকুন।
শুক্রবার (২৮এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবলীগ নেতা বকুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মোঃজাঙ্গাগীর আলম,সৈলিম রানা,ফরহাদ হোসেন,কামরুল হাসান রিপন , সানি চৌধুরী,শামসুল আলম হিরন,শাহ আলম,মাসুদ শুভ,রুবেল হাজারী,মোঃজামশেদ আলম,হাসান ভূঁইয়া স্বপন,আব্দুল মালেক সিপন প্রমুখ।