সাকলাইন যোবায়ের ।।
মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা এবং চলাচল নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জানুয়ারি, ফেব্রুয়ারিএবং মার্চ’ এ ৩ মাসে সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস.এম লোকমান হোসাইন।গত ১৩ তারিখ কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কে সম্মাননা স্মারক এবং নগদ ১০০০০(দশ হাজার) টাকা অর্থ পুরষ্কার প্রদান করেন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অত্র রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাসিম খান (পিপিএম),সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান সহ কুমিল্লা রিজিয়নের সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ।
এক অনুভূতিতে লোকমান হোসাইন বলেন, এর অনেক বড় পাওয়া। আমি মাত্র চার মাস হলো যোগদান করেছি। আমি রাস্তায় কোন থ্রি হুইলার চলতে দেই না।