আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার থেকে
টাকা চাদাবাজী করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের। প্রয়োজনে ভোটারদের হাতে ধরব পায়ে ধরব, টাকার বিনীময়ে ভোট বিক্রি করবনা।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর নিজ গ্রামে গণসংযোগ করাকালে কুমিল্লা-৪ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ওই বক্তব্যদেন।
তিনি তার নিজ এলাকার ভোটাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা প্রত্যেকজন হাসনাত হয়ে ভোটারদের কাছে যেতে হবে। আপনারা ভোটারদের হাতে ধরবেন, পায়ে ধরবেন প্রত্যেকজন প্রতিদিন ১০জন করে শাপলা কলির ভোট নিশ্চিত করবেন। আপনারা ভোট দিবেন ঘূষ খাইয়া, নেতারা নির্বাচিত হয়ে রাস্তার ইট খাবে এটা কি হয়। আপনারা ঘূষও খাবেন না- দূর্নীতিকেও প্রশ্রয় দেবেন না।
তিনি তার নিজ এলাকার ভোটারদের আহবান জানিয়ে বলেন, আমরা আগামী ২১ তারিখ থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে ‘শাপলা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা শুরু করব ইনশাল্লাহ।