স্টাফ রিপোর্টার।।
গতকাল শনিবার কুমিল্লার ছাতিপট্টি এলাকায় আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারীর পিতা মোহাম্মদ আজম খান এবং আলমগীর খান এর মাতা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলমগীর খান মাইজভান্ডারীর পীর মুর্শিদ শাহ সুফি মাইনুদ্দিন হাসান মাইজভান্ডারী (র) ফাতেহা শরীফ এদিন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওস্তাদ উল ওলামা আলহাজ্ব আব্দুল মতিন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক,আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাধারন সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া খন্দকার আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুস গাফফারি বখশী, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ুন কবির, আল আমিন জুয়েলারির স্বত্বাধিকারী মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসানুজ্জামান খন্দকার মিজান প্রমূখ। এছাড়া বিভিন্ন দরবার খানেকা ও সর্বস্তরের মুসুল্লি গণ উপস্থিত ছিলেন।